ইকো টেররিজম (Eco-terrorism) হলো পরিবেশ রক্ষার নামে সংঘটিত সহিংস বা অবৈধ কর্মকাণ্ড, যার মাধ্যমে পরিবেশ ধ্বংসকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতি করার চেষ্টা করা হয়।
এই কর্মকাণ্ডগুলো সাধারণত করে থাকে এমন কিছু চরমপন্থী পরিবেশবাদী গোষ্ঠী, যারা বিশ্বাস করে যে শান্তিপূর্ণ প্রতিবাদ যথেষ্ট নয়। তারা বনের গাছ কাটার যন্ত্রপাতি পুড়িয়ে দেয়, গবেষণা ল্যাব ভাঙচুর করে, কিংবা রাসায়নিক ফ্যাক্টরির বিরুদ্ধে হামলা চালায় — এসব কিছু তারা করে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে, যদিও এতে মানুষের ও সমাজের ক্ষতি হতে পারে।